.

দায়িত্ব গ্রহন

by Mr. Monir Ahmed

Posted at 17th- Oct- 2020 Time 08: 44 am

Views 8888 times


ছোট বেলা, আমাদের অনেকের কাছেই বেশ প্রিয় একটি বিষয়। তবে ছোট বেলার দিনগুলো কেন আমাদের এতো ভালোলাগে? আসলে ছোট শিশুর কোন দায়িত্ব থাকে না, সে মুক্তভাবে সবকিছুই বলতে পারে করতে পারে। আর যদি একটু পরিস্কার করে যদি বলি, তাহলো আমাদের কারও দায়িত্ব নিতে ভালোলাগে না। সবাই আমরা ভারমূক্ত থাকতে চাঁই। কিন্তু একটু ভাবুনতো যদি আপনার পিতামাতাও দায়িত্ব এড়িয়ে চলতো, তাহলে আপনার ছেলেবেলা কেমন হতো। আদর ভালোবাসা ছাড়া, স্নেহ-মততা ছাড়া বেড়ে উঠা জীবন কেবলই ব্যথা বেদনায় পরিপূর্ণ হতো। আমাদের অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে বিনির্মান করতে হবে, আর ভবিষ্যৎ আরও সমৃদ্ধ করতে হবে। সর্বপ্রথম আপনার নিজের কথাবার্তা, চিন্তাভাবনা, কাজকর্মের দায়িত্ব নিন। মনে রাখবেন, সাধারন মানুষ শুধু অতীতের গল্পকরে, বুদ্ধিমানগন বর্তমান সময়কে কাজে লাগায়, আর জ্ঞানীব্যক্তিবর্গ অতীত অভিজ্ঞতা বর্তমানে কার্যকরী উপায়ে প্রয়োগের মাধ্যমে ভবিষ্যৎ পথ চলাকে সুগম করে। সকলের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করছি।



Rate it :

Search