.

মানুষের আত্মসন্মান -এর গুরুত্ব

by Mr. Monir Ahmed

Posted at 18th- Oct- 2020 Time 02: 45 am

Views 8231 times


করোনা বা এই আপদকালীন সময়ে বহু মানুষকে সাহায্য প্রদানের ছবি আমরা হরহামেশাই দেখেছি বা এখনও দেখছি। এমনকি একজনকে সাহায্য প্রদান করতে আঁট-দশ জন মিলে ছবি তোলার বিচিত্র প্রবনতাও অনেকে লক্ষ্য করেছেন। এর মাধ্যমে আমরা ঐসকল সাহায্য প্রার্থীদের সকল আত্মসন্মান কেড়ে নিয়েছি, দিয়েছি কেবল ভিক্ষুকের মর্যাদা, যা অত্যন্ত বেদনাদায়ক। আপনি একটু কল্পনা করুন, এই পরিস্থিতি সাময়িক, কিন্তু এই ছবি দীর্ঘস্থায়ী। ঐ সাহায্য প্রার্থীকে হয়তো জীবনের বাকিটা সময়, এই ভিক্ষুকের স্মৃতি নিয়ে বেচেঁ থাকতে হবে। ক্ষনিকের ফেসবুক লাইক বা দানশীলতা জনসন্মুখে প্রদর্শনের জন্য আমাদের এহেন কর্মকান্ড, বেশ হতাশার। আল্লাহতালা দানশীল ও দয়ালু লোকজন খুবই পছন্দ করেন, তবে তিনি ডান হাতে দান করলে বাম হাতকে না জানানোর নির্দেশ দিয়েছেন। অর্থাৎ দান করতে হবে নিরবে, আল্লাহ-এর সন্তুষ্টি অর্জনের জন্য, মানুষের বাহবা নেয়ার জন্য নয়। কারন, আমরা জানি না ভবিষ্যতে কি অপেক্ষা করছে। আল্লাহ না করুক, আজ আমার বা আপনার এমন পরিস্থিতি হতো, তাহলে আমাদের কেমন লাগতো। তাছাড়া, আমাদের সামাজিক ব্যবস্থা এই সাময়িক সাহায্য গ্রহনকে বারবার মনে করিয়ে দিবে। হয়তো এই ব্যক্তির ছেলেমেয়ে কে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হবে। অনেকে বলবে, তোরা তো সাহায্য নিয়ে চলতি, পত্রিকায় বা ফেসবুকে ছবি আছে। আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি এইরকম সাহায্য নিচ্ছেন এমন কোন ছবি কি আপনার ফেসবুক এ শেয়ার করবেন, সকলকে প্রদর্শন করবেন, দেখ আমি আজকে অনেক সাহায্য পেয়েছি। আমাদের মনে রাখা উচিত, যা আপনার কাছে অমর্যাদাকর, তা অন্য ব্যক্তির কাছেও বেশিরভাগ ক্ষেত্রেই অমর্যাদাকর।



Rate it :

Search